নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক সারা দেশে সমাবেশের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে পঞ্চবটী আওয়ামী লীগের কার্যালয় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে পাড়া-মহল্লায় প্রতিটি এলাকায় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধ রাখারর জন্য, শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য যে ভাবে মাঠে বেরিয়ে এসেছে আমার বিশ্বাস আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি তাহলে এ নাশকতার সাথে জড়িত যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র করতে চায় সেই পরিস্থিত সুযোগ দেওয়া হবে না তাদের।
তিনি আরও বলেন,আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমরা অস্থিতিশীলতয় বিশ্বাসী না। আমরা নিতিতে বিশ্বাসী। আমরা বায়োলজিতে বিশ্বাসী না। আমাদের শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন,শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নির্দেশ দিয়েছেন কেউ যদি জনগণের জানমালের ক্ষতি করে তোমরা রুখে দাড়াবে। জনগণ যাতে নিশ্চয়তা পায় সে লক্ষে কাজ করতে হবে। এবং প্রতিটি থানা পাড়া মহল্লায় স্বতঃস্ফূর্তভাবে আমরা বিএনপি ও জামায়েতের স্বাধীনতা বিরুদ্ধি সারা দেশে সমাবেসের নামে নৈরাজ্যর বিরুদ্ধে আজকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। নারায়ণগঞ্জ ৪আসনের এমপি শামীম ওসমানের নির্দেশে বিকাল ৪টায় বিভিন্ন এলাকায় যার যার অবস্থানে থেকে রাজনীতি মা ধ্যমে প্রতি হত করতে চাই। কেউ কোন প্রকার উশৃংখল করলে তা ধাঁত ভাঙ্গ জবাব দেওয়া হয়েছে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী’র নেতৃত্বে প্রতিবাদ মিছিলে এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, সহ-সভাপতি একেএম শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জে আর রাসেল, থানা আওয়ামী লীগ নেতা শ্রী রঞ্জিত মন্ডল ও সালাউদ্দিনসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।