খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন বলেছেন, দেশ আজ গভীর সংকটের মুখোমুখি। আওয়ামীলীগ তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করে ক্ষমতায় গিয়ে নিজেরাই তা বাতিল করেছে। এখন জনগণ ভোটের অধিকারটুকুও হারিয়ে ফেলেছে। এমতাবস্থায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দল নিরপেক্ষ সরকার ছাড়া প্রহসনের কোনো নির্বাচন জনগণ মানবে না।
শনিবার রাতে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার যৌথ উদ্যোগে জামতলাস্থ মজলিস কার্যালয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী নির্বাহী বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ দেশে নানামুখী সংকট চলছে। বহু আলেম জেলখানায়। জনগণের জান মালের নিরাপত্তা নেই। এসব সংকট উত্তরণে দ্বীন- ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামই হচ্ছে শান্তির একমাত্র পথ।
দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সহিত সবাইকে ময়দানে কাজ করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস ৩৩ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে এই সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, বন্দর থানা সভাপতি মুফতী আবুল কাসেম, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুল কাইয়ুম সিদ্দিকী, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়া, বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, মহানগর প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ছফিউল্লাহ, মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী সদস্য মাওলানা ফরিদুজ্জামান, সাজ্জাদুল্লাহ, ফারুক হুসাইন, মনির হোসাইন, প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, সমস্ত অশান্তির মূল কারণ হচ্ছে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে না মানা। চরিত্রবান মানুষের অভাবের কারণে চারিদিকে নানা সংকট। মানুষের চরিত্র সংশোধনের জন্য যে শিক্ষা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায় তা নেই।
বরং ইসলাম তথা নীতি নৈতিকতার যেসব বিষয় সিলেবাসে ছিলো তাও বাদ দেয়া হচ্ছে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বৈঠকে ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে খেলাফত মজলিসের সমাবেশ ও র্যালী সফল করার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহŸান জানান।