নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি লেগুনা পিকআপ গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার বেলাশ্বর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ওমর ফারুক (২৩) ও তার সহযোগী একই এলাকার মো. এরশাদ আলীর ছেলে মো. সজিব (১৯)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাত টার দিকে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-৩।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।