রূপগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় চুরি হওয়া ৬টি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জসীম উদ্দিন, রুহুল আমিন, সমীর, তানভীর ও আব্দুর রহমান। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, দীর্ঘদিন যাবৎ চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেল বিক্রি করার জন্য চনপাড়ায় অবস্থান করে। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে।