এসময় নারায়ণগঞ্জ আমরা ৯৩ এডভাইজরঃ কামরুল হাসান মাসুম বলেন, আমাদের এ সংঘঠন সারা বাংলাদেশের সংঘঠন। এ সংঘঠনটি অরাজনৈতিক সংগঠন। মূলত আমরা সারা বাংলাদেশ ১৯৯৩ ব্যাচের এস এস সি ছাত্র- ছাত্রীদের নিয়ে একটি একটি সংঘঠন করেছি।
তিনি আরোও বলেন,যাদের মহান আত্মত্যাগে বিনিময়ে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে এবং সন্তান হারা মায়ের বীর সন্তানদের আত্মত্যাগে এই স্বাধীনতা সেই সব বীর শহীদের প্রতি স্মরণে প্রতি বছরের নেয় আজ আমরা আমাদের সারা বাংলাদেশ এস এস সি ৯৩ ব্যাচের পক্ষ থেকে বীর শহীদের শ্রদ্ধা জানাতে এসেছি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সারা বাংলাদেশ এস এস সি ৯৩ ব্যাচের আমরা ৯৩ এর নারায়ণগঞ্জ জেলার এডভাইজরঃ কামরুল হাসান মাসুম, ওয়ারেসুল হক খান (পিয়াল),কনভেনরঃ মোঃ আকমল হোসেন, কার্যকারী সদস্য মশিউর, জাবেদ, ইপু কোমল,আবুল কালাম, সোহেল মোল্লা মামুন , আমজাদ, নয়নআনোয়ার, নিয়াজ মাসুম, সুমন সহ আরোও ৯৩ ব্যাচের বন্ধুগণ।