ফতুল্লার সস্তাপুর থেকে অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ।তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের সাথে থাকা লোকজন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় জয় মিয়ার বাড়িতে শুক্রবার ভোরে দুটি ট্রাক ভর্তি অবৈধ কারেন্ট জাল এনে নামানোর সময় পুলিশ আসেন। এসময় কারেন্ট জালের সাথে লোকজন দৌড়ে পালিয়ে যায়। তখন ট্রাকে থাকা বস্তা খুলে কারেন্ট জাল বের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ও একটি ফ্ল্যাট বাসায় থাকা বেশ কিছু বস্তা ভর্তি কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত কারেন্ট জালের অনুমান মূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে। এবিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।