অভিনব কায়দায় রিলাক্স নামক যাত্রী বাসে করে ইয়াবা পাচারের সময় ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলে- জামালপুর জেলার বকসিগঞ্জ থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলমাছের ছেলে মামুন (৫২), একই জেলা ও থানার জাগিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আউয়াল সিদ্দিক (৩০) ও নরসিংদী জেলার শিবপুর থানার ঘাগোটিয়া গ্রামের জুবায়িদ মিয়া (২৭)।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে আসা রিলেক্স পরিবহনের ৩ টি বাসে করে ৩৬ হাজার ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ খ-সার্কেল এ এসপি শেখ বিল্লাল হোসেন অভিযান পরিচালনা করে রিলাক্স পরিবহনের বার্নারের ভেতর থেকে ওই ইয়াবা উদ্ধার করেন। এবং ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।