সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ‘পূর্ব পাইনাদি তরুন যুব সংঘে’র উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বাদ এশা সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি সিআই খোলা বড় বালুর মাঠে বিজয়ীদের এ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ঠ সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা শ্রী কৃষ্ণ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. আনোয়ার ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়ন,অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ আমির হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ শামীম মোঃ রিপন, মোঃ আউয়াল, মোঃ শফিক, মোঃ নাজির আহমেদ সভাপতি ১নং ওয়ার্ড ছাত্রলীগ এবং আয়োজনে মোঃ নোমান আহমেদ, নিলয়, আব্দুল আউয়াল, ইসতিয়াক, সোহান, হাসান, রানা, নাঈম, আতিকসহ প্রমূখ।