ফতুল্লা থানা গেইট সংলগ্ন ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পার্শ্বে একটি ট্রাক পড়ে আছে দীর্ঘ দুই বছরেরও অধিক সময় ধরে। খোঁজ মিলছে না মালিকের।
এ নিয়ে স্থানীয় মহলে চলছে নানা ধরনের গুঞ্জন। আজ পর্যন্ত ওই গাড়ির মালিকের কোন সন্ধানও বের করতে পারেনি পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দুই বছরের ও অধিক সময় পূর্বে ফতুল্লা মডেল থানা গেইটের বিপরীতে কে বা কারা একটি ট্রাক ফেলে রেখে যায়। প্রথম দিকে কেউ কেউ ভেবেছিলেন হয়তোবা ট্রাকটি নস্ট হয়ে পরে আছে এখানে। সময় বৃদ্ধির সাথে সাথে স্থানীয় মহলের ধারনা পরিবর্তন হতে থাকে। তারা মালিকের সন্ধানে স্থানীয় পুলিশ কে বিষয়টি অবগত করে। কিন্ত থানা পুলিশ আজো।প্রকৃত মালিকের সন্ধান খুজে বের করতে পারেনি। ট্রাকটি বর্তমানে জরজীর্ন হয়ে রাস্তার পাশ্বে পরে রয়েছে।ধুলো বালি, মাটি- কাদাতে মিশে ট্রাকটি একাকার হয়ে আছে। চাকা ফুটো হয়ে গেছে একই সাথে একাধিক স্থানের কাঠ ভেঙ্গে গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, তিনি বিষয়টি জেনেছেন এবং প্রকৃত মালিক কে খুজে বের করার চেস্টা করছেন।