প্রতারণা মামলার পলাতক আসামি ১৩ বছর পর গ্রেপ্তার
ফেনির একটি প্রতারণা মামলার পলাতক আসামি মো. জসীম উদ্দিন (৫৫) কে ১৩ বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে ফতুল্লার শিয়াচর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জসীম উদ্দিন ফেনী জেলার সদর থানাধীন পূর্ব রাজনগর এলাকার মৃত মফজল হকের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. জসীম উদ্দিন প্রতারনার উদ্দেশ্যে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরী চক্রের একজন সদস্য। সে ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় অভিযুক্ত আসামি। মামলার হওয়ার পর থেকে সে দীর্ঘ ১৩ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়।