নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রæপ” এর প্রধান হানিফসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলো “হানিফ গ্রæপ” এর প্রধান মো. শাহ হানিফ ওরফে শানিফ ওরফে জামাই (৩০), মো. রাসেল (৩০), মো. সাকিব (২০), মো. রুবেল (১৯)।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড এলাকায় সিদ্ধিরগঞ্জগামী অটো রিক্সাস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ টি চাকু উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য এবং একটি গ্রæপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।