পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সরবারহের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তাররা হলো- কুমিল্লা জেলার কোতয়ালী সদর থানার মহেষপুর গ্রামের মৃত হাসতম আলীর ছেলে মো. রহমত আলী (৩৫) ও একই জেলা ও থানার জলুয়াপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জুম্মন (২৬)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করে র্যাব। শুক্রবার (২৩ ডিসেম্বর) র্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়,বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর সাকিনস্থ মা খাদিজা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।
এসময় তল্লাশীকালে একশত তিয়াত্তর বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী মো. রহমত আলী ও মো. জুম্মনকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।