শহরের আমলাপাড়া থেকে ৮শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ ফাতেমা ইসলাম (৫৯) নামক এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে নারায়নগঞ্জ সদর থানার কেবি সাহা লেন আমলাপাড়া গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী ফাতেমা ইসলাম নারায়নগঞ্জ সদর থানার কেবি সাহা লেন আমলাপাড়া গার্লস স্কুল সংলগ্ন বাবুলের ভাড়াটিয়া ইসলাম মিয়ার স্ত্রী।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ-পরিদর্শক জেরিন সুলতানা, সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়নগঞ্জ সদর থানার কেবি সাহা লেন আমলাপাড়া গার্লস স্কুল সংলগ্ন বাবুল মিয়ার ভাড়াটিয়া গ্রেফতারকৃত ফাতেমা ইসলামের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৮শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।