1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় আগুন সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে না.গঞ্জে সংবাদ সম্মেলন অপহরণের আড়াই মাস পর ৯ম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিরা ২ দিনের রিমাণ্ডে সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ জেলা মটরস ওয়ার্কসপ ইউনিয়নের এসপি বরাবর স্মারকলিপি প্রদান বন্দরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ 

ভুমিদস্যুতা বন্ধ করতে হবে: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি নারায়ণগঞ্জটাকে সুন্দর করতে মুক্তিযোদ্ধাদের সাহায্য চাই, সাংবাদিকদের সাহায্য চাই, রাজনৈতিক অন্য দল গুলোর সাহায্য চাই, সবার সাহায্য চাই। আমি জানুয়ারী মাসের শেষ দিকে বা ফেব্রæয়ারির শুরুতে একসাথে ডাকবো সবাইকে। উদ্দেশ্য কি? মাদক-সন্ত্রাসকে বন্ধ করতে হবে। ভুমিদস্যুতা বন্ধ করতে হবে। আমি এই কাজটা করতে চাই, আপনাদের কাছে হাত জোর করে এই অনুরোধটা করতে চাই।
আমার মনে হয় পদ পাওয়া অনেক সহজ, তবে আমি মানুষের মনের ভেতর জায়গা করে নিতে চাই। কে কোন দল করে আই ডোন্ট কেয়ার। আমি জাতির পিতার কন্যাকে কিছু কথা বলবো নারায়ণগঞ্জ সম্পর্কে। তার পর মাঠে নামবো। শামীম ওসমান কারো দয়ায় রাজনীতি করে না। জনগনের জন্য কথা বলতে এসেছি, জনগনের জন্য কথা বলবো।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নাসিক ৩ নং ওয়ার্ডের নয়া আটি মুক্তিনগর এলাকায় শিফা ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাদের সম্মাননা ও আরটিভির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন জাতি যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাকেই সাড়ে তিন বছর পর আমর মেরে ফেলি।  আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ বার হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। আমরা ১৯৭৯-৮০ সাল থেকে জেলখাটা শুরু করেছি।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন বাংলাদেশের পতাকা উড়ানোর জন্য। আমরা সেটা ভুলে গেছি হয়তো। আমার বয়স হয়ে যাওয়ার কারণে বর্তমানে মানুষ যা চায় আমি শামীম ওসমান তা করতে পারছি না। ১৯৯৬ সালে আমি শামীম ওসমান একাই সব পারতাম। আমার পুলিশের কোনো  প্রয়োজন ছিল না।
শামীম ওসমান বলেন, বাবা-মা থাকা মানে মাথার উপর বটগাছের ছায়া থাকে। এখনকার সন্তানদের বলছি জীবিত থাকা অবস্থায় তাদের সেবা করুন। যখন মা বাবা থাকবে না তখন বুঝবেন মা বাবা কতো আপন।
তিনি বলেন, আমাদের জন্য রাজনীতি অনেক কঠিন। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে চেয়ে বেশ কিছু প্রজেক্ট আনতে পেরেছি। সেগুলোকে দুরে সরানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রজেক্ট গুলো হয়ে গেলে, আমাদের আর ঢাকা যাওয়া লাগবে না।
আমার কাউন্সিলররা কাজ করতেছে, আমার মেয়র মহোদয় কাজ করছে, আমার চন্দন শীল জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে আশা করি সব কাজ হয়ে যাবে। কেননা আমি জানি ও (চন্দনশীল) খাওয়ার জন্য হয়নি, দেয়ার জন্য হয়েছে।
আমরা ক্ষমতায় আসছি আজকে ১৪ বছর। বিএনপির আমলে কি হইছে? এই সিদ্ধিরগঞ্জে আমাদের সাতজনকে হত্যা করা হইসে। আমার বাড়ি হিরা মহলে গিয়ে পেশাব করা হয়েছে। আমার বড় ভাইয়ের ফেক্টরিতে গিয়ে তিনশত গরুর দুধের বান বেøড দিয়ে কেটে দিসে। তবে আমরা এতো বছর ধরে ক্ষমতায় থেকে একটি খারাপ শব্দ পর্যন্ত বলি নাই। আমি জানি যে শর্ষের ভেতরে ভূত আছে, রাজনীতি করি তো এগুলো জানি।
বিএনপির সমাবেশ নিয়ে শামীম ওসমান বলেন, সেদিন খবর ছিলো আমার কাছে। ওই দিন যে মিছিলটা হবে, ওই মিছিলে এই এলাকারই এক সন্তান বিএনপি করে, তাকে টার্গেট করা হবে। বিএনপির ভেতর থেকেই করবে। এই খবর শুনে আমি নারায়ণগঞ্জ চলে আসছি।  বিএনপির মিছিলের পাশেই আমার গাড়ি নিয়ে বসে ছিলাম।
আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনার উপর যদি হামলা হইতো? আমি বলছি, হইলে হইতো। আমাকে মাইরা যদি কেও খুশি হইতো, তাইলে হইতো। আমি যদি আগের শামীম ওসমান হই, তাহলে ওই দশ বিশ হাজার লোক আমার সামনে দাড়ানোর ক্ষমতা রাখে না।
আমার কাজ ছিলো ওইটাকে ওয়াচ করা। ওনারাও দেখছে আমি বইসা আছি। ওনাদের মিছিল শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে, ওনারা চলে গেছেন। আমি শুধু এতোটুকুই বলেছি, যে ভাষাটা একটু সুন্দর করেন। রাজনীতিবিদদের কথা হবে সুন্দর, আপনাদের এরকম কথা বাচ্চাদের উপর কিরকম প্রভাব ফেলবে? এই ১৪ বছরে আমরা কাউকে প্রতিঘতও করি নি, কারো বিরুদ্ধে মামলাও করিনি। কেন? তোমারটা তুমি করো, আমারটা আমি করি।
তিরি আরও বলেন, আপনার মনে করছেন আপনারা ক্ষমতায় আসবেন আসবেন ভাব, আমি মনে করি আপনারা ক্ষমতায় তো দুরের কথা ক্ষমতার চল্লিশ কিলোমিটারের ভেতরও আপনারা আইতে পারবেন না।
আমি যদি নাও থাকি, তাও কথাটা লিখে রাখেন। যারা মানুষের লাশের জন্য পাগল হয়ে গেছে, কেন কারণ তারা ওই লাশ নিয়ে জাতিরপিতার কন্যা শেখ হাসিনার সরকার উৎখাত করবে। আরে ভাই পরিকল্পনা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন শয়তাস কোনদিন আল্লাহর সাথে পারে না।
তিনি বলেন, ইদানিং আমি দেখি নারায়ণগঞ্জ শহীদ মিনারে পাঁচ জন দাঁড়িয়ে আমাকে গালি দেয়। আমি কিছুই মনে করি না। তারা গিবত করে, আমার তাতে কিছু যায় আসে না। ২০০১ সালে বোমা হামলা রক্তাক্ত অবস্থায় সাংবাদিকরা জিজ্ঞেস করছিল শামীম ভাই কিছু বলবেন কিনা? আমি শুধু একটা কথাই বলেছিলাম  শেখ হাসিনাকে বাচাও’।
শামীম ওসমান বলেন, আমার কোন ফেসবুক একাউন্ট নাই, তবে আমি একটি একাউন্ট খুলে প্রতিটি এলাকায় এলাকায় দিয়ে দিবো। যাতে আমার মা-বোনেরা আমাকে ছবি তুলে দিয়ে বরতে পারে যে এইখানে মাদক বেচা-কেনা হচ্ছে। আমরা একশনে যাবো। অন্যায়কে সহ্য করাও একটি অন্যায়।
সম্মাননা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী চন্দন শীল।
শিফা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আরটিভির জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মশিউর রহমান, জাতীয় ওলামা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি ওমর ফারুক স›দ্বীপী, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন,  কালের কন্ঠ ও নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL