আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নগরীতে নারায়ণগঞ্জ বিআরটি (সার্কেল) এর উদ্যোগে রোড শো, গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন যাত্রীবাহী বাসে নির্দেশনামূলক স্টিকার লাগানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের চাষাড়া পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাস ও বিভিন্ন ধরনের গাড়িতে স্টিকার লাগানো হয় এবং পরিবহণ শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ হয়।
এসময় চাষাড়া ট্রাফিক পুলিশ বক্সের ইন্সপেক্টর টিআই শেখ মো. ইমরান হোসেনসহ নারায়ণগঞ্জ বিআরটিএ সার্কেল ও নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ এবং নির্দেশনামূলক স্টিকার লাগানো কর্মসূচিতে বিআরটিএ নারায়ণগঞ্জ (সার্কেল সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবীর বলেন, নগরীর বিভিন্ন যানবাহনে যেসব নির্দেশনামূলক স্টিকারগুলো লাগানো হলো সেগুলো মেনে চললে আমাদের দেশে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো এড়ানো যাবে।
বিশেষ করে মোটরযান চলনাকালে এয়ারফোন, মোবাইল ফোন ব্যবহার করবেন না, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন করবেন না, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালাবেন না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে সরু ব্রীজে ওভারটেক করবেন না, জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ, আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হবেন।
এছাড়াও বিভিন্ন যানবাহন চালকদের উদ্দেশে মোটরযান চালানোর ক্ষেত্রে সড়ক নিরাপত্তা বিধানের জরুরি সতর্কীকরণ নির্দেশনাগুলো মেনে চলার আহŸান জানান তিনি।