1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে : মন্ত্রী গাজী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে।
বর্তমান সরকার দে‌শের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরুণ প্রজন্মকে নিয়ে ২০৪১ সালের আগেই বাংলা‌দেশ উন্নত দে‌শে প‌রিনত হ‌বে’ বৃহস্প‌তিবার (২৯ ডিসেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের যুব স্বেচ্ছা‌সেবক সমা‌বে‌শ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, বর্তমান সরকার দেশের সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সরকার গ্রামীণ ও পৌর জনপদে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‌বি‌ভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।
যার ফলে বর্তমানে স্যানিটেশনের জাতীয় কাভারেজ উন্নীত হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী।
সভাপ‌তির বক্ত‌ব্যে তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী ব‌লেন, জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌প্নের সোনার বাংলা গড়ে তুল‌তে সবাই‌কে ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হ‌বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে দেশ সর্ব‌ক্ষে‌ত্রে এ‌গি‌য়ে যা‌চ্ছে।
তারাবো পৌরসভাকে সারাদেশের ম‌ধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তারা‌বো পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী‌ সহ সবাই‌কে ম‌নো‌যোগ দি‌য়ে কাজ কর‌তে হ‌বে। নারী-পুরুষ সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তারা‌বো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌ম এর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, ইউনিসেফ-এর ওয়াশ স্পেশা‌লিষ্ট শ‌ফিকুল আলম, ইউনিসেফ-এর ওয়াশ কনসালট্যান্ট মোহাম্মদ আসাদুর রহমান, উপ‌জেলা আওয়ামীলী‌গের কার্যকরী সদস্য ফি‌রোজ ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি তানজীর আহ‌মেদ খান রিয়াজ, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকা‌রিয়া, কাউন্সিলর আক্তার হো‌সেন মোল্লা, ‌বিএম আতিকুর রহমান, আনোয়ার হো‌সেন ও কাউন্সিলর মাহফুজা আক্তার সহ অ‌নে‌কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL