ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় বাস্তবায়নাধীন দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের অধীনে আদমপুর বাজার হইতে মুন্সীরাইল বাজার পৌর চত্বর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তাটির উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সোনারগাঁও যুবসংঘের সভাপতি মোতালেব মিয়া স্বপন, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়,সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,পারভীন আক্তার, জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী, মো. শহিদ প্রমূখ।