কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আলহাজ্ব শাহজাহান আলমের নামে সড়কের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল চারটায় এই সড়কের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন আলহাজ্ব শাহজাহান আলম সাহেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার, কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার ইমদাদুল হক খোকা, কাশিপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম ভেন্ডার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক ইমরান মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।