প্রতি বছরের ন্যায় এবারও মহা পূণ্যের আশায় বছরের প্রথম শুক্রবার কাক ঢাঁকা ভোর থেকে পদ ব্রজ শুরু করেছন হিন্দু সম্পদায়ের লোকজন।
শুক্রবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টায় সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় দেখাযায় পদ ব্রজে হিন্দু সম্পদায়ের নারী-পুরুষের ঢল।
জানাযায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নে অবস্থিত হিন্দু সম্পদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও ভক্তদের এই পদ ব্রজ।
এ সময় দেখাযায়, ভোর থেকে সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা পার্থিক সেবা সংঘ ও জাগো হিন্দু পরিষদ এর আয়োজনে দুর-দূরান্তর থেকে আসা পদ ব্রজারদের জল সেবার আয়োজন করা হয়েছে পথে পথে।