নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. মনির হোসেন (৪১), মো. আবুল কালাম (৩৫), মো. আলী আলম বাদল (৩৮), মো. মুর সাইদ হোসেন (৩২), ও মো. রিপন বেপারী (৪৫)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলার দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়াও তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৩৪০০টাকা, ৬টি মোবাইল ও ১০টি সীম জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।