নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৭ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. মাহাবুবুর রহমান (৪৭), ফুলমিয়া (৫১), জালাল আবেদীন @ জয়নাল আবেদীন (৭২), হাছিবুল হাছান (২৪), মো. সিফাতুল ইসলাম শাওন (২২)।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিশনন্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকরা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব।
র্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।