সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) বিকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মী সম্মেলনে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ আহম্মেদ, আবু সাঈদ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম সামছু, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলামিন সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহাবুব আলম বাবুল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন।