নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খালেদ হায়দার খান কাজলের আশু রোগ মুক্তি কামনায় কোরআন খানি ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্দ্যেগে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এ কোরআন খানি ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ।
সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বাংলাদেশ নীট ওয়্যার ম্যানুফ্যাকচারাস এন্ড এক্সপোটারস এসোসিয়েশন সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আলহাজ্ব রাশেদ সারোয়ার, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনেয়ারা বাবলী, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন খসরু, বাংলাদেশ পাট আড়ৎদার সমিতি এর সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন লাভলু, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিল্স ওর্নাস এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব এড: সুলতান উদ্দিন নান্নু, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন, সহ সভাপতি মজিবুর রহমান, বাংলাদেশ নিটিং ওনার্স হোসিয়ারি এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি রকিবুল হাসান, বিকেএমইএ এর পরিচালক আব্দুল হান্নান, খন্দকার সাইফ‚ল ইসলাম, রতন কুমার সাহা।
এছাড়াও এনসিসিআই এর সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল চেম্বারের পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাহাদাত হোসেন ভ‚ইয়া সাজনু, সোহেল আক্তার সোহান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন নারায়ণগঞ্জে ১০টি জাতীয় ভিত্তিক ও জেলা ভিত্তিক ৩৮টি ব্যবসায়ী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংগঠন সহ অন্যান্য সামাজিক সংগঠনের যে কোন দায়িত্ব চেম্বার সভাপতি নিজের কাজ মনে করে সমস্ত কাজগুলি নিখুত ভাবে সম্পুর্ন করতেন।
আমি আল্লাহর নিকট দোয়া করি খালেদ হায়দার খান কাজল যেন দ্রæত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে পুনরায় সকল কাজে অংশ গ্রহন করতে পারে।
উল্লেখ্য, কিডনী সমস্যা জনিত কারনে চিকিৎসার জন্য গত ৪ জানুয়ারী খালেদ হায়দার খান কাজল ভারতের দিল্লীতে গমন করেন। বর্তমানে সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।