বন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব নবীগঞ্জ গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলো নবীগঞ্জ এলাকার আবুল কাসেম মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩০), রাজীব মিয়ার ছেলে জিসান (১৯) ও শান্ত(১৮)।
স্থানীয়রা জনতা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এর মধ্যে শান্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করে কর্তব্যরত ডাক্তার।
এদিকে আহতদের উদ্ধারের নামে তাদের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে উধাও হয় উদ্ধার কাজে অংশ নেওয়া অজ্ঞাত এক উদ্ধারকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঔষধ কোম্পানিতে কর্র্মরত আশরাফুল বন্দরের দিকে যাচ্ছিলেন ওই সময় বিপরিত দিক থেকে আশা ও শান্তর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন।
আহত আশরাফুল বলেন, মোটরসাইকেলের দুর্ঘটনায় আমি আহত হলে আমার সাথে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন উপস্থিত থাকা কোন ব্যক্তি নিয়ে যায়। আমার মানিব্যাগে ১০ হাজার টাকা ও কিছু খুচরা টাকা ছিলো।