কনকনে শীতের প্রকোপে অসহায় মানুষগুলো যখন শীত বস্ত্রহীণ ঠিক সেই সময়ই সহায়তায় পাশে দাঁড়ালো সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান।
রবিবার (৮ জানুয়ারী) কাক ডাকা ভোরে স্ত্রী সাবরীনা ওসমান জয়াকে সাথে নিয়ে সড়কে থাকা ভাসমান মানুষদেরকে কম্বল বিতরণ করেছেন তিনি। এমন সহযোগীতা পেয়ে শিশু, নারী, বৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন পাগলটির মুখেও হাসি ফুটাতে সক্ষম হন আজমেরী ওসমান দম্পতি।
জানা গেছে, তারা শহরের চাষাড়া রেল স্টেশন, খানপুর, ২নং রেল গেইট এলাকাসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এসময় আশ্রয়হীণ সড়কের পাশে ঘুমিয়ে থাকা অসহায়দের মাঝে গিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন। এছাড়াও পথিমধ্যে গাড়ি থামিয়ে প্রতিবন্ধি ও দুস্থ্যদের অর্থ প্রদানসহ কুশল বিনিময় করেন।
এ প্রসঙ্গে কথা হলে আজমেরী ওসমান বলেন, এই শীতে অসহায় ও গরীব মানুষেরা তাদের শীত নিবারনের জন্য তেমন কোন গরম কাপড় পাচ্ছেনা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও যাতে লাগব হয়, সেলক্ষ্যে যতটুকু পারছি তাদের দিকে সহযোগীতার হাত বাড়াচ্ছি। আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদের অনুরোধ করবো, শীত এখন প্রকট আকার ধারণ করেছে। আপনারা এ সকল গরীব ও অসহায় মানুষদের পাশে যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসুন।