আড়াইহাজারের আলোচিত হাবিব হত্যা মামলার আসামি জোসনা বেগম (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে রোববার বন্দর থানার একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে শনিবার গহরদী (নয়াপাড়া) এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে ময়লা ফেলাকে কেন্দ্র এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জোসনা ওই এলাকার হান্নান কাজীর স্ত্রী।
র্যাব জানায়, হত্যাকান্ডের পর নিহতের স্ত্রী মোছা. সেলিনা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। র্যাব মামলার সূত্রধরে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে জোসনাকে গ্রেপ্তার করে। পরে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।