1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই : মেয়র হা‌সিনা গাজী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২১১ Time View
নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌প্নের সোনার বাংলা গড়ে তুল‌তে সবাই‌কে ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে দেশ সর্ব‌ক্ষে‌ত্রে এ‌গি‌য়ে যা‌চ্ছে।
তারাবো পৌরসভাকে সারাদেশের ম‌ধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তারা‌বো পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী‌ সহ সবাই‌কে ম‌নো‌যোগ দি‌য়ে কাজ কর‌তে হ‌বে। নারী-পুরুষ সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সোমবার (৯ জানুয়ারী) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ের অডিটো‌রিয়া‌মে জিওবি -ইউনিসেফ ওয়াশ প্রকল্পের সমাপনী সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী আরও ব‌লেন, “আমরা জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আদর্শের পথ অনুসরণ করেই দেশের জন্য কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের আরও কাজ করতে হবে। দেশে রাজাকার, দেশ‌ বি‌রোধী চক্র যা‌তে ক্ষমতায় না আসতে পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, ইউনিসেফ-এর ওয়াশ স্পেশা‌লিষ্ট শ‌ফিকুল আলম, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর প‌রিচালক এম মোস্তফা আলী, ইউনিসেফ-এর ওয়াশ কনসালট্যান্ট মোহাম্মদ আসাদুর রহমান সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL