নারায়ণগঞ্জ জেলাধীন বন্দরের ঐতিহাসিক কুতুবিয়া দরবার শরীফের বর্তমান পীর হযরত মাওলানা আলহাজ্ব শাহ্ মো. জামাল উদ্দিন মমিন পীর সাহেব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে ঐতিহাসিক কুতুবিয়া দরবার শরীফের বর্তমান পীর হযরত মাওলানা আলহাজ্ব শাহ্ মো. জামাল উদ্দিন মমিন পীর সাহেব হুজুরের মৃত্যুতে দরবারের ভক্ত ও আশেকান জুড়ে শোকের মাতম চলছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন কুতুবিয়া দরবার শরীফ পীর কেবলার বড় ভাই হাজী মোহাম্মদ কামাল উদ্দিন মমিন।