সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন (৩৭) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত আল আমিন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার টোক বলিয়াদির মৃত তৈয়ব ইসলামের পুত্র। মঙ্গলবার দুপুর একটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মোড়ের জসিমের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান, সহকারী উপ-পরিদর্শক জেরিন সুলতানা,সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মোড়স্থ জসিমের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আল আমিন কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।