নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে বন্দর থানার পাঁচ টি স্কুলে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নাসিম ওসমান মডেল হাই স্কুল, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব উচ্চ বিদ্যায়ে মোট ৯০০ টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন এনসিসিআই এর সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সোহেল আক্তার সোহান প্রমুখ। এ ছাড়াও জনপ্রতিনিধি হিসেবে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদ হোসেন ও মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।