সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ই জানুয়ারী) বিকালে বারদী বাজার খেলার মাঠে উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা আবু জাফর চৌধুরী বীরু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সিনিয়র সহসভাপতি ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,উপজেলা যুবলীগের সহসভাপতি ও বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদউদ্দীন চৌধুরী মন্জু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল আমিন সরকার, থানা যুবলীগ নেতা আরিফ, সোনারগাঁ উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ ও প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রমুখ।