1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

 সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় একাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহিমের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমান করা হয়।
মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সিকদার ডাইন নামে একটি খাবার রেস্টুরেন্ট ও রসের হাড়ি ও আদি মিষ্টি ভুবন নামে দুটির মিষ্টির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উক্ত প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহিম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির তৈরীর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক কার্যালয় ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে একাধিক অবৈধ গ্যাস সংযোগের সত্যতা পেয়ে সিকদার ডাইন নামে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, মিষ্টি তৈরীর কারখানা আদি মিষ্টি ভূবন ৫০ হাজার টাকা ও রসের হাড়ি ২০ হাজার টাকা জরিমানা কর হয়।
এই অভিযানের সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহিমের,  তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক কাযালয়ের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম, মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক সহ সোনারগাঁও থানার  সংখ্যক পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL