সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় রান্ধির খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্য সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৭ লাখ ৬৬ হাজার টাকায় এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক ফজলুল হক, বৈদ্যের বাজার ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সদস্য নবীর হোসেন, আলমগীর হোসেন, সাকিব হাসান জয়, বাবু, উর্মী আক্তার প্রমুখ।