নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার নেতৃত্বে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) বাদ জুমা মুসল্লীরা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ মাদক বিরোধী র্যালি করেন। জুমার নামাজ আদায় শেষে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ ও যুবসমাজের সমন্বয়ে এই মাদক বিরোধী র্যালি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ কদম রসুল পূর্বপাড়ার স্থানীয় ব্যাক্তিবর্গ ও তরুণ সমাজ।
উক্ত মাদক বিরোধী র্যালিতে ২৩নং ওয়ার্ড কাউন্সিল আবুল কাউসার আশা বলেন, যারা মাদক গ্রহণ করে আর যারা মাদক বিক্রি করেন তাদের করো সাথে কোনো প্রকার আপোষ হবে না। এইটাই শেষ বারের মতো বলে যাচ্ছি আগামীতে আমরা এলাকাবাসী মাদক বিক্রেতাকে ধরতে পারলে পুলিশের হতে তুলে দেব এবং সকলের সমন্বয়ে মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হবে।
শুধু তাই নয় যারা মাদক বিক্রি করতে তাদের সাথে সকল প্রকার সামাজিক আচার আচারন বয়কট করা হবে। তাদের সাথে করো কথা বা সখ্যতা থাকবে না। এলাকাবাসী তাদের কোন প্রকাম সহযোগিতা করবে না। আমরা এলাকাকে মাদকমুক্ত করতে চাই। তাই আমি এলাকার যুবসমাজ ও মুরব্বীদের সহযোগিতা কামনা করছি।
আসুন আমাদের সন্তানদের রক্ষার জন্য এলাকাকে মাদকমুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়ি এবং পুলিশকে সহযোগিতা করি।