বাংলাদেশ ট্রি লাভার্স কমিউনিটি ( টিএলসি) বিডি গ্রুপের আয়োজনে নারায়ণগঞ্জে বৃক্ষ প্রেমীদে পিঠা উৎসব ও সেরা, নতুন প্রজন্ম বাগানীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
শুক্রবার ( ১৩ জানুয়ারী ) বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির এর বাসভবনে পিঠা উৎসব ও পুরুস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সহধর্মিণী আরিফা আক্তার পুতুল, বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা সমতির সাধারণ সম্পাদক শাহানাজ সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মনির বলেন, এরকম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন টিএলসি বিডি গ্রুপকে আমি অভিনন্দন জানাই। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো এবং পরিবেশ বান্ধব । এই বাগানীদের অনুষ্ঠানে এসে আমি নিজেও মুগ্ধ হয়েছি। তাদের এরকম মহৎ উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি তাদেরকে বলবো বড় পরিশরে এধরনে আয়োজনে আমার পক্ষ থেকে তেদের সর্ব প্রকার সহযোগীতা করব। বৃক্ষ এমন এক পরিবেশ বান্ধব যা আমাদের দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে। এবং আমাদের মনকে সতেজ করে রাখে।
বাগানীদের মধ্যে উপস্থিত ছিলেন, ( টিএলসি) বিডি গ্রুপের এডমিন জিএম হৃদয়, শান্ত, নাঈম,আবেশ, মৃদুল নারায়ণগঞ্জের বাগানীদের মধ্যে আরোও ছিলেন,
রাজন, লাবন্য আক্তার, শাহাদাৎ, রোজিনা, তাহেরা খানম পান্না, জুবায়ের জীবন, ওমর ফারুক, জায়েন, রুবেল, ইথু, দিনা, উম্মেকুলছুম দীবা, রোকেয়া দীপা, ১৪ ওয়ার্ড কাউন্সিলর পি এস ইমরান হোসেন জিসান, সাংবাদিক জুম্মন সোহেল প্রমুখ।