বন্দরে চিহ্নিত মাদক সম্রাট মাসুম প্রধান (৪৮) ও ফালা মিয়া (৫৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযান কালে পুলিশ দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০৫ পিছ ইয়াবা ও ২৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার মাহমুদনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে ফালা ও বন্দর সালেহনগর এলাকার মৃত ছবির প্রধানের ছেলে মাছুম প্রধান। শুক্রবার দুপুরে বন্দর থানার রুজুকৃত পৃথক মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ কওে পুলিশ।
এরআগেবৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর ও ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার মাহমুদনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে ফালা মিয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অন্যদিকে বন্দর থানার অপর এসআই মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস একই রাতে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক স¤্রাট মাসুম প্রধান (৪৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।