বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত দুই সহোদরসহ ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরপৃথক ওয়ারেন্টে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মাহমুদনগর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলামীন (৬০) ললাঙ্গলবন্ধ নগর এলাকার খাজা রমিজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রনি (৩২) পিচকামতাল এলাকার মৃত খালেক সরদারে ছেলে মোক্তার হোসেন (৫৫) ও তার ছোট ভাই কামাল হোসেন (৪৫) ও বন্দর আমিন আবাসিক এলাকার মোঃ হোসেন বেপারী ছেলে বাবুল (৩৭)।