বন্দর থেকে হত্যা মামলার পলাতক আসামি সুমন খানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কড়াইভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করা হয়। সে শহীদ নগর এলাকার মৃত আজিজ খানের ছেলে।
র্যাব-১১ এর সিপিসি ১’ র কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের সদর থানার মসিনাবন্দ গোগনগর এলাকায় একটি নৃশংস হত্যাকাÐ ঘটে। বাড়ির সীমানার অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের কারণে ক্ষিপ্ত ভিকটিম জায়েদা খাতুনকে গুরুতর জখম করে হত্যা করা হয়।
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামি সুমন আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় সকালে বন্দর থানার কড়াইভিটা কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার সুমনকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।