সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের ১ম যুগ্ন-আহবায়ক মো. ইলিয়াস মোল্লার মায়ের প্রথশ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ জুমা সিদ্ধিরগঞ্জের মিজিমিজি আব্দুল আলী পুল এলাকায় মসজিদে আতœার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় পরলোকগত অন্যান্য আতœীয় স্বজনসহ সকলের আতœার মাগফেরা কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়ায় ইলিয়াস মোল্লার পরিবারম শুভাকাঙ্খি, রাজনীতিবীদ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের মিজিমিজি আব্দুল আলী পুল এলাকায় নিজ বাসায় ইলিয়াস মোল্লার মা ইন্তেকাল করেন।