রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা মিসবাহুর মিল্লাত মাদ্রাসা, চর কাশিপুর শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে।
এ সময় প্রজেক্টের চেয়ারম্যান ছিলেন রোটা: আলেনূর বেগম চানবি, প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়ার তত্ত¡াবধানে ক্লাবের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে রহিমা শরীফ মায়া প্রজেক্ট চেয়ারম্যানের এই সুন্দর এবং সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান। প্রজেক্ট চেয়ারম্যান আলেনূর বেগম চানবি সবার সহযোগিতা ও প্রজেক্টে অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রজেক্টে উপস্থিত ছিলেন জিসান সুরাইয়া, মুন্নি রহমান, রূমা সিরাজ, রিপা আক্তার,বিথী আক্তার,আয়েশা খান, সামছুন নাহার রিনা, সামিয়া ইসলামসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ তিলোত্তমা শীতের শুরুতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে জন্য শীতবস্ত্র বিতরণ করে আসছে।