রূপগঞ্জের পূর্বাচলে দেশের প্রথম পাতাল মেট্রোরেল লাইন-১-এর ডিপোর কাজ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আগামী ২৬ জানুয়ারি পাতাল মেট্রোরেল লাইন-১-এর ডিপোর কাজ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, ননারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, বিসিবি পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পাসহ প্রমুখ।
উল্লেখ্য, দেশের প্রথম পাতাল মেট্রোরেল লাইন-১ আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে।লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এটি দেশের প্রথম পাতাল মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালি প্লটে লাইন-১ পাতাল রেলের শুভসূচনা করবেন। তিনি একটি ফলক উন্মোচন করবেন। এর মধ্য দিয়ে লাইন-১-এর ডিপোর কাজ শুরু হবে।