বিশ্ব শান্তির উদ্দেশ্যে ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির ও ভক্তদের উদ্যোগে রামযজ্ঞের অধিবাসের মধ্যদিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু করা হয়েছে। এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একোনাথানন্দজী মহারাজ।
মঙ্গলবার ( ১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির নাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য এর সার্বিক তত্ত¡াবধানে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -১ আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম কুমার সাহা, পূজা পরিষদ নেতা হিমাদ্রি সাহা হিমু, সুশীল দাস, শ্যামল বিশ্বাস, কৃষ আচার্যসহ মন্দিরের ভক্তবৃন্দ।
জানাগেছে, ১৮ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি ৮দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিচালনায় নিতাইগঞ্জ শ্রী গোপাল জিউর স¤প্রদায়। এছাড়াও শ্রীনামসুধা পরিবেশনায়, সাতক্ষীরার ভক্ত জয়দেব স¤প্রদায়, কুমিল্লার নবদেব বাণী স¤প্রদায়, টাঙ্গাইলের শ্রী চৈতন্য স¤প্রদায়, সিলেটের আশ্রম স¤প্রদায়, বরিশালের গৌর ভক্ত স¤প্রদায়, সিলেটের রাম মন্দির স¤প্রদায় । ২৬ জানুয়ারি অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৭ জানুয়ারি শুক্রবার দ্বি- প্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি অন্তে- মহাপ্রসাদ বিতরন এবং ২৮ জানুয়ারি রামায়ন গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হবে।