নাসিক ১৫ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস তার কার্যালয়ে এ কম্বল বিতরণ করেন।
এ সময় অসিত বরণ বিশ্বাস বলেন, প্রকৃতির নিয়মে প্রতিবছরই শীত আসে। স্বচ্ছল ব্যাক্তিদের নিকট শীত উপভোগের বিষয়। শীতকে কেন্দ্র করে তাদের নানা আয়োজন চলে। কিন্তু অসহায় দরিদ্র মানুষের কাছে শীত নিবারনের কোন উপায় থাকে না। শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়।
আপনারা এ ব্যাপারে সচেতন থাকবেন। আমার সীমিত সাধ্যের মধ্যে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।