বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দুস্থ অসহায় শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
মঙ্গলবার রাতে শহরের দেওভোগ পাক্কা রোড় এলাকায় এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক মমতাজ উদ্দিন মন্তু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ- সম্পাদক মো. শহিদুল্লাহ, যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, মোতালেব হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা।