নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদ যোহর দেওভোগ বড় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম মিঠুর সার্বিক তত্ত¡বধায়নে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দেওভোগ বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী।
এ মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, ফখরুল ইসলাম মজনু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা তোফাজ্জল মৃধা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, মহানগর বিএনপি নেতা মনির মল্লিক, ওমর ফারুক, বারী মামুন, আজিজুল, সবুজ, রাশেল আহম্মেদ মনির, মিশর, বরকতদ উল্লাহ জনি, কামাল হোসেন, শহীদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।