গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরাসহ ধর্তব্য অপরাধ সংগঠিত হওয়ার সন্দেহে বন্দরে ও শহরের বিভিন্ন এলাকার ৭ যুবকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার পকু মিয়ার ছেলে পনির (২৭) ফতুল্লা থানার পঞ্চবটি মর্ডান হাউজিং এলাকার আলী হাওলাদারের ছেলে কাওসার (২২) একই থানার পশ্চিম মাসদাইর এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে সাইদুল হাসান (১৯) একই এলাকার আন্টু মিয়ার মিয়ার ছেলে আলাল (১৯) একই থানার দেওভোগ এলাকার মোকসেদ মিয়ার ছেলে রাব্বি (১৯) নবীগঞ্জ বাগবাড়ী গোলাপ মিয়ার ছেলে রিমন (২২) একই এলাকার মৃত এমদাত মিয়ার মিয়ার ছেলে বায়জিত (২০)।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপরেশন) মোঃ তসলিম উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস নবীগঞ্জ এলাকা থেকে উল্লেখিত ৭ যুবকে আটক করে। পরে পুলিশ আটককৃত ৭ যুবকে ১৫১ ধারায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।