বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি ) বিকেলে রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আবুল হোসেন পায়েল, নজরুল ইসলাম, এসকে শাহীন, আহবায়ক সদস্য খায়রুল কবির মুন্না, শাহাদাৎ হোসেন, রুহুল আমিন, হযরত আলী, বাচ্চু, মোক্তার, হানিফ, চুন্নু, রবিউল, রাব্বানী, নাজমুল,আল আমিন, ফাহিম, মিজান, শুক্কুর, শান্ত, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, মিলন, ফারুক, মন্টু, কাওছার, মিজান, মনু, সানি, সবুজ, দেলোয়ার, রোমান, শাকিল, মাসুদ আকন্দ, আওলাদ, বাদশা, সুমন, জসিম, সাজ্জাদ, বিল্লাল, জামান,শফিক, রোকন, মফিজুল, মোক্তার, কাওসার, রমজান, মনসুর, অপু, আল আমিন, মোক্তার, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মো. শামীম, ফয়সাল ভুইয়া রিপন, কাজী কামাল, ফজলুল হক ভুইয়া, সেলিম প্রমুখ।