ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার মজলিসে আমেলা ও মজলিসে শুরার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা কার্যালয় শিবু মার্কেট আইএবি মিলনায়তনে ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান ২০২৩ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা পূর্ণাঙ্গ কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সহ-সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রধান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সোহাগ হোসাইন, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আবু সাইদ মাহমুদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নাইমুল ইসলাম, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ কাউছার তাসনীম, আলিয়া মাদরাসা সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ রমজান আলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ কাউছার আহমেদ ও কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ বাদশা মিয়া।
নবগঠিত মজলিসে শুরা সদস্যরা হলো মুহাম্মাদ মাসুম বিল্লাহ, মুহাম্মাদ ওসমান, মুহাম্মাদ মুরসালীন হাসান, মুহাম্মাদ আল আমিন, আব্দুল আজিজ, মুহাম্মাদ নাসির উদ্দীন, মুহাম্মাদ মিরাজ হোসেন, আব্দুর রহমান সজিব, আব্দুর রহমান ও মুহাম্মাদ জিদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, বর্তমান শিক্ষা কাঠামো দিয়ে ৯১% মুসলমানের দেশে নাস্তিক্যবাদ চর্চার চেষ্টা চলছে। ছাত্র সমাজকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ মাহাদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ জোবায়ের হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদসহ প্রমুখ নেতৃবৃন্দ।