আসন্ন নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩ -২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এড. হাসান ফেরদৌস জুয়েল- এড. মুহাম্মদ মোহসীন মিয়া পরিষদের জমজমাট প্রচারণা চালিয়ে পূর্ণ প্যানেলের পক্ষ ভোট প্রার্থনা করেছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ায় গণসংযোগ ও আইনজীবীদের টেবিলে টেবিলে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন তারা। এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এড. খোকন সাহা নারায়ণগঞ্জ বারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জুয়েল-মোহসীন পরিষদকে পূর্ণ প্যানেলে জয়লাভ করার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান।
প্যানেলের সদস্যরা হলেন সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে এড. রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন এড. নারায়ণ চন্দ্র দাস, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । মোট ভোটার ১১৫১জন।