সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনুল কারীমের সু-মহান মর্যাদার বিরুদ্ধে অবমাননাকর আচরনের তীব্র ঘৃনা প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ তাহরিকে খতমে নবুওয়্যাত এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৪ জানুয়ারী) বাদ আসর নারায়ণগঞ্জ
আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ সংলগ্নে এ তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জৌনপুরী পীর সাহেব এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, সুইডেনে কুলাঙ্গার নাস্তিক যে ন্যাকার জনক কাজ করেছে তাদের ধিক্কার জানাচ্ছি। ধিক্কার জানিয়ে আমরা ক্ষন্ত নই। সুস্পষ্টভাবে আমরা বার্তা দিতে চাচ্ছি সারা পৃথিবী ও বাংলাদেশের যে সব মানুষ যারা পশ্চিমাদের গণতান্ত্রিক মনে করে, পশ্চিমাদের মু্ক্তচিন্তা ধারক-বাহক মনে করে, পশ্চিমাদের বাক স্বাধীনতা কে বিশ্বাস করে বাক স্বাধীনতার নামে তারা ইসলামের বিরোধিতা করছে। দুঃখজনক বিষয় হচ্ছে সুইডেন উগ্রবাদী, ইহুদিবাদী খ্রিষ্টানরা কারীমে কোর-আনে অগ্নিসংযোগ করেছে সেই সুইডেন সরকার ও তার পুলিশ বাহিনী উগ্রপন্থিদেরকে পূর্ণ সমর্থন দিয়ে আইনি সহায়তা করেছে সুইডেন সরকার । তাদেরকে ধিক্কার জানাচ্ছি, আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই এই ন্যক্কারজনক ঘটনায়।
তিনি আরোও বলেন, পশ্বিমাদের মনে রাখতে হবে ৫৭ টি মুসলিম রাস্ট্রে একটি মহা শক্তি ২শ কোটি মুসলিম রয়েছে যা মুসলিম মহা ওয়াল্ড বলাচলে এটাকে বাদ দিয়ে পৃথিবীর কোন পরাশক্তি টিকে থাকতে পারবে না।
সুইডেনরা যে অগ্নিসংযোগ করেছে তা মুসলিমদের মানচিত্রে অগ্নিসংযোগ করেছে। এমন একদিন আসবে কোর-আন পন্থী, ইসলাম পন্থী দল সুইডেনের মাটি দখল করবে কালিমার পতাকা উত্তোলন হবে,তখন ঐ উগ্রপন্থী ইহুদিবাদী খ্রিষ্টানদের ফাঁসিতে ঝুলতে হবে।
আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী আরোও বলেন, বড় দুঃখজনক জাতিসংঘ এখন নির্বাক আমি মনে করি এটা খ্রিষ্টানদের ক্লাব! খ্রিষ্টানদের স্বার্থ রক্ষার মূল উদ্দেশ্যই তাদের এ ক্লাব। মানুষের অধিকার হিউম্যান রাইটস মানবাধিকার অধিকার রক্ষার স্বার্থে তাদের কাছে কোন গুরুত্ব নাই। জাতিসংঘ সুইডেন সরকারকে তলব করে নাই কেনো। ৫৭ টি মুসলিম কান্ট্রির উচিত এরকম জাতিসংঘকে বর্জন করা। আমি আজ আহবান করবো বাংলাদেশে যারা ইসলাম পন্থী যারা রাজনিতী করেন তারা চুপ কেনো। আলু পেয়াজের দাম বারলে আন্দোলন করেন, সংসদ ভবন ফেটে ফেলেন। অমুসলিমদের কিছু হলে আপনারা প্রতিবাদে ফেটে পরেন। আপনারা কিসের কথা বলেন মুসলিমদের পান খসতে চুন পরলে, মৌলবাদের বিরুদ্ধে এক হাত নিতে আপনারা দেরি করেন না। আপনারা কিসের কথা বলেন অমুসলিমদের পান খসতে চুন পরলে আপনারা প্রতিবাদ করতে দেরি করেন না। কিন্তু আল্লাহর ঘরে গ্রন্থ কোর-আনকে এতো অপমান করলো আপনারা সুইডেনের বিরুদ্বে কেনো প্রতিবাদ করলেন না। বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছে তা আমরা সন্তুষ্ট নই। আরা বাংলাদেশ সরকারকে বলবো সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় নিন্দা জানান। যারা এঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি আওতায় না আনলে সুইচ দূতাবাস বন্দক করে দেওয়া হউক। তা না হলে বাংলাদেশের মুসলমান রাজপথে নেমে আসবে এদেশ অচল করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ মহাসচিব মাওলানা আরিফুর রহমান, কেন্দ্রিয় সদস্য মাওলানা বারাতুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।